আইনজীবী সমিতির নির্বাচন একতরফা হয়নি, দাবি বিজয়ী সভাপতির
হট্টগোল, হামলা, ভাঙচুর, মামলা, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্যে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে, এ নির্বাচন একতরফা হয়নি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুনর্নির্বাচিত সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। আজ রোববার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘নির্বাচনে আইনজীবীরা স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিএনপি সমর্থিতরা ভোট বর্জনের ঘোষণাও দেয়নি।’
নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুসকে দায়ী করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি।
এর আগে দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ দিন অর্থাৎ গত বৃহস্পতিবার দিনগত রাতে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা। নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর।