আগামী নির্বাচনে শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী : শামীম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাঁর সাহসিকতা ও নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে প্রশংশিত। তাই পঞ্চমবারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুরের সখিপুরের চরভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে রত্নাগর্ভা বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।
এ সময় বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আবুল হাশেম মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ও বেগম আশ্রফুন্নেসা ফাউন্ডেশনের সহসভাপতি এ কে এম আমিনুল হক স্বপন, ডা. এ কে এম আশ্রাফুল হক সিয়াম, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হুমায়ূন কবির মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।