প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর, আগুন
রাজধানীর কারওয়ান বাজারস্থ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে প্রথমে তারা প্রথম আলোর অফিসে হামলা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও আগুন জ্বালাতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, তারা অফিসের গেট ভেঙে ঢুকে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। হামলায় অফিসের নানা আসবাবপত্র ও কাগজপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে তারা স্লোগান দিতে দিতে ডেইলি স্টারের দিকে যায়। সেখানে গিয়েও তারা অফিসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। অনেক সংবাদকর্মীকে জীবনের ভয়ে ভবনটির ছাদে গিয়ে আশ্রয় নিতে দেখা যায়। প্রথম আলোর অফিসের ভেতরেও বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।
কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে উদ্যোগ নেয় এবং বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে সেনাবাহিনী ও পুলিশ আটকেপড়া সংবাদকর্মীদের উদ্ধারের চেষ্টা চালায়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে।
তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
রাত দুইটার দিকে ডেইলি স্টারের আটকেপড়া কর্মীদের ফায়ার সার্ভিস সদস্যরা ল্যান্ডারের মাধ্যমে উদ্ধার করতে দেখা যায়। সেখানে ৩০ জনের মতো আটকে আছেন বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক