আগের ভিডিও ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, কলেজশিক্ষিকা আটক
রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দীনকে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিওকে নোয়াখালীর যতন সাহা হত্যা বলে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের জিম্মায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন।
আ ন ম ইমরান হোসেনের দাবি, ‘আগের ঘটনার ভিডিও এখনকার ভিডিও বলে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে রুমা সরকারের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইমরান হোসেন বলেন, ‘পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।’
‘এ ঘটনায় রুমা সরকারের বিরুদ্ধে মামলা হবে কি হবে না, সে চিন্তা করা হবে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর। এ রকমভাবে বিভ্রান্তিমূলক ও উসকানিমূলক ভিডিও যদি কেউ ছড়ায়, তাকে আইনের আওতায় নেওয়া হবে।’ যোগ করেন র্যাবের সহকারী পরিচালক।
এর আগে এ বিষয়ে হতাশা প্রকাশ করে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, ‘আগের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে। একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার করে যাচ্ছে। বিগত সময় ঘটে যাওয়া নৃশংস ভিডিও ফুটেজ নতুন করে ব্যবহার করে তারা সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট করতে উসকানিমূলক বক্তব্য প্রচার করে যাচ্ছে। যেমন ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে আপনারা একটি নৃশংস ভিডিও দেখেছিলেন। দুজন যুবক চাপাতি দিয়ে হত্যা করেছিল। সেই দৃশ্যটা এতই হৃদয়বিদারক ছিল, আমাদের সব মানুষের হৃদয় কেঁদে উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে একটি মহল অপপ্রচার করছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘সেই হত্যাকাণ্ডের মূল আসামিদের ইতিমধ্যে র্যাব গ্রেপ্তার করেছে, যারা এখন কারাগারে আছেন। বর্তমানে একটি মহল পল্লবীর সেই ঘটনার ফুটেজ ব্যবহার করে বলা হচ্ছে নোয়াখালীর যতন সাহাকে এইভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক, ন্যক্কারজনক ও অমানবিকও বটে। যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফয়দা নেওয়ার চেষ্টা করছেন, তাদের আমি হুঁশিয়ার করে দিচ্ছি। তাদের আমরা অবশ্যই খুঁজে বের করব। তাদের জবাব দিতে হবে এ সব অপপ্রচার কেন করছে। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের খুঁজে বের করবে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই করব। তারা কেন শান্তি বিনষ্ট করছে আমরা জানতে চাই।’