‘আত্মনির্ভরশীল হলে নারীরা যৌতুক, বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হবে না’
আত্মনির্ভরশীল হলে নারীরা যৌতুক, বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হবে না বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিস আয়োজিত নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার বক্তারা।
আজ বুধবার জেলা তথ্য অফিস ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রথম সংশোধনী’ শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে।
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এবং খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
করোনাভাইরাস সংক্রমণ রোধ, টিকা গ্রহণ, শিশুর যথাযথ বিকাশসহ স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন ডা. অনুচিং মারমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও শিশুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও শিশুর উন্নয়ন ও এসডিজির লক্ষ্য অর্জনে বর্তমানে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে।
নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। নারীরা শিক্ষিত, আত্মনির্ভরশীল হলে যৌতুক, বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হবে না।
অনুষ্ঠানে শিশুর অধিকার, জন্মনিবন্ধন, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা, জেন্ডার সমতা, ইভ টিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষক, হেডম্যান-কারবারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।