আনসার আল ইসলামের সদস্য রাব্বি রিমান্ডে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রাব্বির একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন। এদিন রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাব্বিকে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেলিজেন্স টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ বলেন, ‘অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারীকে হত্যা করতে হবে, এ তথ্য চোখে পড়ে। এছাড়াও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও আল কায়দার মতাদর্শ প্রচার, জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে পরস্পর যোগসাজসে জঙ্গিবাদী ও হিংসাত্মক প্রচারণামূলক পোস্ট নজরে আসে। এরপরই বিষয়টি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।’
সাইবার পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়।
এঘটনায় রমনা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করা হয়েছে বলেও জানান সাইবার পুলিশের এ কর্মকর্তা।