আমি সেই মিজান না, বিনা দোষে জেলে রাখছে : বড় মিজান
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা মামলার রায়ে আট আসামির মধ্যে একমাত্র মো. মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। বাকি সাতজনকে দেওয়া হয় মৃত্যুদণ্ডাদেশ।
রায়ের পর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিক্রিয়ায় মিজান বলে, ‘আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি, আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছে।’
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলো জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, মো. আসলাম হোসেন র্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. মো. আবদুস সবুর খান, মো. শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। খালাস পাওয়া আসামি হলো মো. মিজানুর রহমান ওরফে বড় মিজান।
রায়ের পর আদালতে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলে মিজানুর রহমান ওরফে বড় মিজান। কাঠগড়ায় দাঁড়িয়ে বড় মিজান চিৎকার করে আল্লাহু ধ্বনি দিতে থাকে। এরপর একজন আইনজীবী তাকে এসে বলেন, ‘আপনাকে খালাস দেওয়া হয়েছে।’
এই কথা শুনে বড় মিজান চুপ হয়ে যায়। তবে সে আদালতে বলতে থাকে, ‘আল্লাহ আমাকে খালাস দিয়েছে। আমি অনেকবার বিচারককে বলেছি; আমি সেই মিজান না। আমাকে বিনা দোষে জেলে আটক রাখা হয়েছে।’
জানা গেছে, হলি আর্টিজান মামলায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান ছিলেন।
এর আগে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক