আর একজন রোহিঙ্গাকেও নেব না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এখন আমাদের খুব কঠিন সময় চলছে। বাংলাদেশ নতুন করে আর একজন রোহিঙ্গাকেও নিতে পারবে না। আমাদের পলিসি হচ্ছে, আমরা আর একজন রোহিঙ্গাও নেব না।’
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের কর্ম অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনও আমাদের সীমান্তে কিছু কিছু রোহিঙ্গা আসছে। আমরা তাদের গ্রহণ না করে ফেরত দেওয়ার চেষ্টা করি। আমরা তো ওদের মারতে পারি না। আমরা মিয়ানমার সরকারকে বলেছি–তোমরা তোমাদের লোকগুলোর একজনকেও পাঠাবে না। ওখানে সংঘাত হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এতে ভয়ে রোহিঙ্গারা পালিয়ে আমাদের সীমান্তে চলে আসে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর সমাধান কী, এখনও তা আমি জানি না। আমাদের অগ্রাধিকার হচ্ছে তারা অবশ্যই তাদের দেশে ফিরে যাবে। আমাদের একটিই অবস্থান তাদের প্রত্যাবর্তন করতে হবে। মিয়ানমার বলেছে, তাদের লোকগুলোকে নিয়ে যাবে। কিন্তু আজ ছয় বছর চলছে, একটা লোককেও তারা নেয়নি। তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের কাছে কোনো সমাধান নেই।’