আ.লীগ নেতা টিপু হত্যার ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে তাদের মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে মতিঝিল বিভাগের ডিবির উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিফাত রহমান শামীম বলেন, ‘যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা টিপু হত্যাকাণ্ডে জড়িত ছিল। এ ঘটনার তদন্তে গিয়ে তাদের নাম উঠে আসে। সেজন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেল ওরফে সোহেল, খায়রুল ও সাবেক ছাত্রলীগনেতা মাহবুবুর রহমান টিটু।
রিফাত রহমান শামীম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ আদালতে পাঠানো হবে। রিমান্ড আবেদনও করা হবে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে টিটু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরের ঘনিষ্ঠ। এ ছাড়াও হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কীর আস্থাভাজনও ছিলেন তিনি।