আ.লীগ নেতা টিপু হত্যা, আরও পাঁচজন রিমান্ডে
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যায় গ্রেপ্তার আরও পাঁচ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এই আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার পাঁচ আসামিকে হাজির করে দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক পাঁচ দিন করে রিমান্ডে নিতে আদেশ দেন।
রিমান্ডকৃত পাঁচ আসামিরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টায় দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
আলোচিত এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়। এই মামলার পরে গত ২৮ মার্চ শুটার মো. মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে পাঠায় ঢাকার চিফ এডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।