আশুগঞ্জে ক্রীড়াসামগ্রী বিতরণ
আশুগঞ্জে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
আশুগঞ্জ উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহীন সিকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার, উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাংবাদিক জহির সিকদার ও সাংবাদিক হুমায়ূন কবির।
অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলার ৬০টি ক্রীড়া প্রতিষ্ঠানের মধ্যে ব্যাট, বল, রেকেট, স্ট্যাম্প, ফুল, ফুটবল ও নেট বিতরণ করা হয়।