আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক হাবিব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/23/shahjahan-siraj-habib-ashu.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে শাহাজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান নির্বাচিত হন। আজ শনিবার উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন তাঁরা। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
এর আগে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল হক সাঈদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এস এন তরুণ দে, আশুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন, ‘আশুগঞ্জ উপজেলা বিএনপি কাউন্সিলরদের সরাসরি ভোটে শতভাগ গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচিত হয়েছে।’