সাদ্দামের মরদেহ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত সাদ্দাম হোসেনের (২৭) মরদেহ নিয়ে থানায় হাজির হয়ে বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কান্দিপাড়া এলাকায় দেলোয়ার হোসেন দিলীপসহ কয়েকজন সাদ্দামকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও বুকে গুলি করে হত্যা করেন বলে নিহতের বাবা মস্তু মিয়ার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী মরদেহ নিয়ে থানার সামনে অবস্থান করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। কোনো রাজনৈতিক প্রভাব যেন তদন্তে বাধা না হয়, তাই আমরা সবাই থানায় এসেছি।
এদিকে নিহত সাদ্দামের বাবা সাতজনকে আসামি করে এবং ৫-৭ অজ্ঞাত আসামি উল্লেখ করে সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কান্দিপাড়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে চলমান বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে টুটুল, শিহাব উদ্দিন ও সাজু মিয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার এজাহার পেয়েছি। মামলার কার্যক্রম চলছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অজ্ঞাতদেরও শনাক্ত করা হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)