হোসেনি দালানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
হোসেনি দালান ইমামবাড়াতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামজের পর ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়াতে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী, চকবাজার থানাধীন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, চকবাজার থানা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে করে হোসেনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক