ঝোপে মিলল দুটি এয়ারগান ও ৪০৫ রাউন্ড গুলি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আজ রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও সোনালী ইটভাটার রাস্তার ব্রিজের পিলারের পাশে ঝোপ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় এগুলো বিদেশি এয়ারগান বলে নিশ্চিত হওয়া গেছে এবং এগুলো সচল অবস্থায় ছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত গুলি ও এয়ারগান সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)