খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমীর খসরু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তারা হাসপাতালে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মহাসচিব। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
দ্বায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া চেয়ারপার্সনের স্বাস্থ্যগত কোনো সংবাদ না করার আহ্বানও জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক