ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারে গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ৩
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ও গভীর রাতে দু’দফা গোলাগুলি হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম দফা গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন তিনজন। তারা হলেন, কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল, শিহাব ও সাজু মিয়া। তাদের গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যার গোলাগুলির জেরে রাত গভীর হলে আবারও গোলাগুলি শুরু হয়। এ সময় পিস্তলের গুলিতে নিহত হন একই এলাকার সাদ্দাম মিয়া (২৭)। তিনি কান্দিপাড়ার মোস্তফা কামাল মস্তুর ছেলে। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, প্রকাশ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় গতকাল সন্ধ্যায় দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষে ৩ জন আহত হয়। এরই জের ধরে রাতে আবার গোলাগুলি হয়। এতে সাদ্দাম মিয়া নামের একজন নিহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)