ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এক সপ্তাহের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে একটি খুদে বার্তায় বিজিবি জানায়, আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানকালে কসবা বিওপি, মঈনপুর বিওপি এবং আখাউড়ার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শাল চাদর, কসমেটিক্স সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও ওষুধ, আতশবাজি, ইস্কাফ সিরাপ, গাঁজা ও মদ, গরু এবং একটি সিএনজি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি দেশের নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেষ্ট। অবৈধ পণ্য ও মাদক চোরাচালান প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)