ভালোবাসার টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায়
ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তরুণী সুরমা আক্তারের প্রেমে পড়ে চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাও এলাকার বাসিন্দা ওয়াং তাও (২৬) বাংলাদেশে ছুটে এসেছেন।
জানা গেছে, প্রায় দেড় মাস আগে ‘ওয়ালটক’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে সুরমা ও ওয়াং তাওয়ের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়াং তাও বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সুরমার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নিজ বাড়িতে।
চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সুরমার বাড়িতে একনজর দেখার জন্য শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায়।
সুরমার মা নুরেনা বেগম বলেন, মেয়ের ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে ওয়াং তাও। সে মূলত কোনো ধর্ম অনুসরণ করে না, তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়েছে। রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম জানান, চীনা নাগরিকের আগমনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি চীনের নাগরিক। শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে হবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)