ব্রাহ্মণবাড়িয়ায় ৮ গৃহহীন পরিবার পেল ঘর
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সুহাতা গ্রামে আটটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে হস্তান্তর করেছে জাহাঙ্গীর গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্ট।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর পরিবারগুলোর হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় জাহাঙ্গীর গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফয়যানে আউলিয়া দরবার শরিফের পীর ড. মোহাম্মদ ইউসুফ জিলানী রিফায়ী, জাহাঙ্গীর গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম, রানীখার গাউছিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী, মাওলানা নজরুল ইসলাম আল কাদরী প্রমুখ।
বক্তারা বলেন, জাহাঙ্গীর গ্লোবাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নুরুল আলম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায় ও নিম্নবিত্ত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার আটটি গৃহহীন পরিবারকে বসবাসের উপযোগী ঘর উপহার দিয়েছেন।
স্থানীয়রা জানায়, নুরুল আলম জাহাঙ্গীরের এমন উদ্যোগে এলাকার দরিদ্র মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। তারা ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)