জাতীয় গ্রিডে ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু
বিজিএফসিএল-এর আওতাধীন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।
হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় ১৯৮৮ সালে ৫ নম্বর কূপটি খনন করা হয়। কূপটি থেকে বর্তমানে প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন বেড়ে প্রতিদিন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রিডে।
মূলত গ্যাসের সঙ্গে পানি ওঠাসহ নানা জটিলতার কারণে ৫ নম্বর কূপটির ওয়ার্কওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। গত ২৪ অক্টোবর কূপটির ওয়ার্কওভার শুরু হয়ে শেষ হয় ২৭ নভেম্বর। এতে ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া