আশুগঞ্জে ১০ বিদ্রোহীকে আ.লীগ থেকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১০ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ ছফিউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন ও আগামীকাল রোববার চতুর্থ ধাপে বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বহিষ্কৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মো. শফিকুল ইসলাম ও মনির হোসেন, চর-চারতলা ইউনিয়নে মো. মুছা মিয়া, আড়াইসিধা ইউনিয়নে আবু সায়েম মিঠু, লালপুর ইউনিয়নে এম ডি আবুল খায়ের, শরিফপুর ইউনিয়নে সাইফ উদ্দিন চৌধুরী ও নাজমুল হক সুমন, তারুয়া ইউনিয়নে মো. বাদল সাদির, দুর্গাপুর ইউনিয়নে রাসেল মিয়া ও তালশহর ইউনিয়নে আবু শামা।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ ছফি উল্লাহ মিয়া বলেন, ‘যারা দলের সিদ্ধান্তকে অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের আগেই সতর্ক করা হয়েছিল। তারা দলীয় নির্দেশ অমান্য করায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে কোনো আপস নাই।’