আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদন বন্ধ
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে এ সমস্যা দেখা দেয়। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ট্রান্সমিশন-১ লাইন ‘ব্ল্যাক আউট’ হয়ে যায়।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর ২টা ৫ মিনিটে ব্লাক আউটের কারণে ইউনিটগুলো বন্ধ হয়ে যায়। এতে আমাদের কোনো ত্রুটি ছিল না।’
সমস্যার সমাধান প্রসঙ্গে এক প্রশ্নে সাজ্জাদুর রহমান কখন বন্ধ ইউনিটগুলো চালু হবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে, তাদের বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
জানা গেছে, বন্ধ হওয়া ইউনিটগুলো হলো ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিট ও একই ক্ষমতা সম্পন্ন সাউথ ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪নং ইউনিট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট।
এর ফলে জাতীয় গ্রিডে এক হাজার ৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।