আশুলিয়ায় গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৬
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্যাস সংযোগের ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটেছে কি না তা নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

জাহিদুর রহমান