সড়ক দুর্ঘটনায় আহত শিমুল বিশ্বাস
পাবনায় নির্বাচনি এলাকায় একটি কর্মসূচি শেষ করে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কর্মসূচি থেকে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাস আহত হন।
শিমুল বিশ্বাসকে ফোন করা হলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, আমি হাসপাতালে আছি, পরে কথা বলব।
দুর্ঘটনায় আহত শিমুল বিশ্বাস ছাড়াও বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রইজ, এনামুল হক এনাম, মাইক্রোবাসের ড্রাইভারসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক