আশুলিয়ায় ‘ধর্ষণের ঘটনা মিটমাটের চেষ্টা’, এসআই প্রত্যাহার
সাভারের আশুলিয়ায় ধর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে বাদীকে অর্থের বিনিময়ে মীমাংসা করে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ফরিদুল আলম নামের পুলিশের ওই কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গত ২১ মার্চ আশুলিয়ার ঘোষবাগ এলাকার প্রভাবশালী শাহ আলম ভূঁইয়ার ছেলে সাকিব ভূঁইয়ার (২৮) বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। ওই তরুণী পেশায় একজন পোশাকশ্রমিক।
তরুণীর অভিযোগ—তিন-চার মাস আগে অভিযুক্তের সঙ্গে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিচয় হয় ভুক্তভোগী ওই তরুণীর। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রলোভনে সাকিব একাধিক বার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। পরে বিয়ের কথা বললে নানা টালবাহানা করায় ভুক্তভুগী আশুলিয়া থানার দ্বারস্থ হন। আর, তরুণীর এ অভিযোগ তদন্তের ভার দেওয়া হয় আশুলিয়া থানার এসআই মো. ফরিদুল আলমকে।
ভুক্তভোগী তরুণী আরও বলেন, ‘এসআই ফরিদ এবং আরও কয়েকজন স্থানীয় লোক থানায় বসেই আমাকে বলেন, মামলা করলে অনেক ঝামেলা। অনেক খরচের ভয় দেখিয়ে আমাকে আড়াই লাখ টাকা দেওয়ার কথা বলে মীমাংসার জন্য চাপ দেন তিনি। এরপর নিরুপায় হয়ে আমি রাজি হলে, বিভিন্ন খরচাপাতির কথা বলে সে টাকা থেকে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন উপস্থিতরা। আমি দারোগার টেবিলে ৪০ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা নিয়ে চলে আসি।’
ভুক্তভোগী বলেন, “হঠাৎ করে এসআই ফরিদ আমাকে ফোন দিয়ে বলেন, ‘বোন, আমার চাকরিটা বাঁচাও। তুমি থানায় এসে একটা স্টেটমেন্ট দিয়ে যাও। পরে আমাকে থানায় নিয়ে মামলা গ্রহণ করেন। আসামিও গ্ৰেপ্তার হয়।”
আশুলিয়া থানা থেকে প্রত্যাহারের আদেশের বিষয়টি ফরিদুল আলম নিশ্চিত করে বলেছেন, ‘আমি পুলিশ লাইনে সংযুক্ত আছি।’ তবে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাদীকে কোনো ধরনের চাপ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
অভিযুক্ত ওই এসআই আরও বলেন, ‘আমাকে কেন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে সিনিয়র কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
তবে, এসআই ফরিদুল আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।