বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ : প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার
সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে (৩৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২০ অক্টোবর) দিনগত রাত দেড়টায় গাজীপুরের কালিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।
এর আগে এই ঘটনায় সোহেল রোজারিওর অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গত শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত অপর আসামি বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রোজারিও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তিনি নিজে বাদী হয়ে সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন তারা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, মেডিকেল টেস্টের মাধ্যমে ভিকটিমের ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মো. জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত এবং সহযোগীকে গ্রেপ্তার করেছে। আশা করি শিগগিরই অপর আসামিও ধরা পড়বে।