খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে কাতার সরকারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। এটি ঢাকায় অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দিনের যেকোনো সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় তাঁর লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে এটি দিনের যেকোনো সময়ে হতে পারে।
আরও পড়ুন : খালেদা জিয়া বিমানবন্দরে যাবেন হেলিকপ্টারে, এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে
এদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমানের আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যায় জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে তিনি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরতে পারেন। তবে সব কিছু মিলিয়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সন্ধ্যা নাগাদ গড়াতে পারে বলে ধারণা করছেন সিভিল এভিয়েশন ও খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন : ঢাকার পথে জুবাইদা রহমান
এদিকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণের আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বিমানবন্দর সুইপিং করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও বিমানবন্দরে রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি তারা পর্যবেক্ষণ ও নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করবেন। তাদের নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর খালেদা জিয়াকে হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে।
খালেদা জিয়ার লন্ডন যাত্রায় চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী হবেন। তারা হলেন---খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।
আরও পড়ুন : খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, লিভার, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়।
এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা এক সপ্তাহ ধরে অপরিবর্তিত আছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : যেসব সুবিধা রয়েছে কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে
গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। একইদিন বিএনপি চেয়ারপাসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান।
এদিকে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় আজ শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করবে বিএনপি। পরিবার ও দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক