এক রাতে ৫ স্বর্ণের দোকানসহ ৩ বাড়িতে ডাকাতি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক রাতে অষ্টমণীষা বাজারে পাঁচ স্বর্ণের দোকানসহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে একটি স্পিডবোটে করে ১২-১৫ জনের একটি ডাকাতদল বাজারে নামে। তারা প্রথমে বাজারের দুই নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ব্যবসায়ীদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা এ সময় পাঁচটি স্বর্ণের দোকান এবং তিন ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় দুই কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন, আত্তাব জুয়েলার্সের মালিক আত্তাব হোসেনের বাড়ি থেকে নগদ ৪০ লাখ টাকা ও প্রচুর স্বর্ণালংকার লুট হয়েছে। তপন জুয়েলার্সের মালিক তপন কর্মকারের বাড়ি থেকে ৪২ লাখ টাকা এবং স্বর্ণালংকার লুট হয়েছে। রতন জুয়েলার্সের মালিক রতন কর্মকার ও তার পরিবারকে মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। এ ছাড়া উত্তম কর্মকার ও ইউসুফ আলীর জুয়েলার্সেও ডাকাতি করে।
রতন কর্মকার বলেন, ডাকাতরা বাড়িতে ঢুকলে আমি তিন তলায় গিয়ে প্রতিবেশীদের ফোন করার চেষ্টা করি, কিন্তু কেউ এগিয়ে আসেননি। পরে দীপকে ফোন করি, কিন্তু সে বের হতে পারেনি, কারণ তার ঘরের সামনে দুই অস্ত্রধারী ডাকাত দাঁড়িয়ে ছিল।
রতন কর্মকারের ছেলে রঞ্জন কর্মকার বলেন, দুর্বৃত্তরা প্রথমে দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার লুট করে। এরপর বাড়িতে প্রবেশ করে আমার মা ও আমাকে মারপিট করে। স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। দুজনের হাতে দুটি বন্দুক এবং ধারালো অস্ত্র দেখা গেছে। ডাকাতরা লুটপাট শেষে স্পিডবোটে করে গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর-ভাঙ্গুড়া) সার্কেল আবু বকর সিদ্দিক, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ একটি টিম ও ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের। আমরা তৎপর রয়েছি খুব দ্রুত সময়ে এই ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত প্রক্রিয় চলমান।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)