খালেদা জিয়া বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক : সালাহউদ্দিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ এদিন নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার শীলখালী, বারবাকিয়া, টৈটং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন—যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।’
ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা সবাই জানেন, হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)