খালেদা জিয়ার জন্য এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের প্রার্থনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে দিন কাটাচ্ছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে গত ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন।
এমন কঠিন সময়ে দলমত-নির্বিশেষে হাজারো নেতাকর্মীর হৃদয়ের একটিই আকুতি– ‘গণতন্ত্রের মাতা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।’
হাসপাতালের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীদের প্রার্থনা, অপেক্ষা আর অস্থিরতা। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে প্রবাসের মাটিতেও একই সুর– ‘খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাব না।’
কেউ মসজিদে দোয়া করছেন, কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় বুকভরা ব্যথা নিয়ে লিখছেন– ‘নেত্রী ছাড়া বিএনপি নয়, নেত্রী ছাড়া রাজনীতির প্রাণ নেই। আল্লাহ তাকে হেফাজত করুন।’
দলের তরুণ কর্মী থেকে শুরু করে প্রবীণ নেতা– সবার কণ্ঠেই এখন একই আবেদন, রাষ্ট্র যেন মানবিক দৃষ্টিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে সর্বোচ্চ চিকিৎসার সুযোগ নিশ্চিত করে।
দেশের মানুষ বিশ্বাস করে, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি সংগ্রামের প্রতীক, প্রতিরোধের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার এক অক্লান্ত লড়াইয়ের নাম। তাই আজ কোটি মানুষের হৃদয়ের প্রার্থনা– ‘হে আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন। তিনি ফিরে আসুক তার আপনজন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে।’
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আখতারুজ্জামান বাচ্চু কান্না জড়িত কণ্ঠে এনটিভি অনলাইনকে বলেন, ‘নিজের আয়ু থেকে কিছুটা আয়ু নিয়ে হলেও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি।’
তিনি বলেন, আমাদের বেঁচে থাকার চেয়ে এই মুহূর্তে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি। খালেদা জিয়া ঐক্যের প্রতীক। খালেদা জিয়া সংগ্রামের প্রতীক, উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতীক। খালেদা জিয়া দেশের স্বাধীনতার পরিপূরক হয়ে উঠেছেন। কারণ তিনি ন্যায্যতা এবং দেশের স্বাধীনতার প্রশ্নে কখনও আপস করেননি।
বাচ্চু বলেন, সব সময় তিনি দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন।
হাসপাতালের সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসুকে। তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন।

মাহমুদুল হাসান