ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাতি, ৫০ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট
 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়াইগ্রামের নারায়ণ চন্দ্র বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিনগত মধ্যরাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে থাকা লোকজনের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর তারা বাড়ির দুটি ঘরের সব রুমে আলমারি, বিছানা তছনছ করে ৫০ ভরি স্বর্ণ, নগদ সাড়ে চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ডাকাতরা আমাদের বাপ-দাদা ও নিজেদের জমানো মোট ৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমাদের এখন কিছুই রইল না। আমরা এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজম খান (মধুখালী সার্কেল) বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে। মামলা হওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

 
                   সঞ্জিব দাস, ফরিদপুর
                                                  সঞ্জিব দাস, ফরিদপুর
               
 
 
 
