সদরপুরে নারী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামির আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে ধর্ষণ ও হত্যার মামলায় চার আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদায়কৃত অর্থ জেলা কালেক্টর মারফত ভিকটিমের পরিবারকে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, একজন পলাতক।
আরও পড়ুন : জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না : মির্জা ফখরুল
দণ্ডিতরা হলেন- সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭, পলাতক), কামরুল মৃধা (৩৭), আলী বেপারী (৪২) ও বক্কার বেপারী (৬৭)।
এছাড়া মামলার আলামত নষ্টের অভিযোগে মমতাজ বেগম ও আবুল কালাম বেপারী নামের দুই আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন : চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর রাতে সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় জাহাঙ্গীর বেপারী তার শ্যালিকাকে বোনের অসুস্থতার কথা বলে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার পর জাহাঙ্গীর ও তার সহযোগীরা ওই নারীকে ধর্ষণ করে হত্যা করে এবং পরে ঘটনাটি আড়াল করতে কবর দিয়ে দেয়। পরে ভুক্তভোগীর মা সন্দেহ হলে আদালতে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালত আমাদের দাবিকৃত সর্বোচ্চ সাজা দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

সঞ্জিব দাস, ফরিদপুর