খালেদা জিয়া গণতন্ত্রের আলোকবর্তিকা : শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যখনই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ব্যাহত হয়েছে, যখনই বাংলাদেশের ভোটাধিকার হরণ করা হয়েছে, যখনই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তখনই খালেদা জিয়া আলোকবর্তিকা হিসেবে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষের জন্য তার ভূমিকা ছিল সব সময় আপোসহীন।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় এম এন একাডেমি মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছেন। আমরা আল্লাহর দরবারে আমাদের জীবনের বিনিময়ে হলেও খালেদা জিয়ার প্রাণ ভিক্ষা চাই।
অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় দোয়া মাহফিলে নগরকান্দা ও সালথা উপজেলার হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর