মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মী আয়েশা ও স্বামী রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী জামাল সিকদার রাব্বির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম গৃহকর্মী আয়েশা ও স্বামী রাব্বিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
এর আগে গতকাল বুধবার সকালে গৃহকমৃী আয়েশা আক্তারকে ঝালকাঠির নলছিটি উপজেলার কয়ারচর থেকে স্বামী জামাল সিকদার রাব্বীসহ গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এদিকে, আজ রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আয়েশা চুরির উদ্দেশেই মোহম্মদপুরের ওই বাসায় গৃহকর্মীর কাজ নেন। চুরি ধরে ফেলায় প্রথমে মাকে হত্যা করে। পরে মেয়ে দেখে ফেলায় তাকেও হত্যা করে। হত্যার পর চুরির মালামাল নিয়ে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় আয়েশা।
এর আগে, গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।
আয়েশার স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। একপর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে।
মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িংরুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর স্কুলড্রেস পরে পালিয়ে যায়।
আয়েশার স্বামী রাব্বির বরাতে পুলিশ আরও জানায়, মা-মেয়েকে হত্যার উদ্দেশ্য ছিল না আয়েশার। স্বর্ণের গয়না ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আয়েশাকে পেছন থেকে ধরে ফেলেন লায়লা। ধরা পড়ার ভয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে আয়েশা। পরে পালিয়ে যায় নলছিটিতে।
সুরতহাল প্রতিবেদন থেকে পুলিশ জানতে পেরেছে, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়ে নাফিসার শরীরে ছিল চারটি ছুরিকাঘাতের চিহ্ন।

আদালত প্রতিবেদক