শাপলার বদলে কলি কেন, জানালেন ইসি সচিব
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনসিপি শাপলা প্রতীকটি চেয়েছিল। তবে শাপলা আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে এবং এই বিষয়ে আর ব্যাখ্যার অবকাশ থাকে না।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সরকারের ৩১ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার পর সাংবাদিকরা সচিবের কাছে এই সংশোধনের ভিত্তি নিয়ে প্রশ্ন করেন। জবাবে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো দলের দাবির বিষয় প্রাসঙ্গিক না, তার কারণ হচ্ছে যে আপনারা জানেন, এনসিপি শাপলা প্রতীকটি চেয়েছে। শাপলা আর শাপলা কলির ভেতরে পার্থক্য রয়েছে।’
ইসি সচিব আরও জানান, নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করা হয়েছে। আগে যে ১১৫টি প্রতীক ছিল, তার থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করে এবার মোট ১১৯টি প্রতীক শিডিউলভুক্ত করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে যে মন্তব্য শোনা গিয়েছিল, সেই বিবেচনায়ই কমিশন এই সংশোধন এনেছে।
একটি দলের দাবির পরিপ্রেক্ষিতে বারবার সংশোধনের ফলে অন্যান্য দলও ভবিষ্যতে অনুরূপ দাবি করতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন, এটা তো পারেন। সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন, তাহলে সেটা সময়ের ব্যাপার। এখানে তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় নেই।’

নিজস্ব প্রতিবেদক