জামায়াতের প্রার্থীদের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা আর কারও নেই : আমির হামজা
‘জামায়াতের প্রার্থীদের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা আর কারও নেই। বিরোধী প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করব, ইনশা আল্লাহ’ বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমির হামজা।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা ঈদগাহ ময়দানে নির্বাচনি সভায় মাওলানা আমির হামজা এ প্রত্যয় ব্যক্ত করেন।
আমির হামজা বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, সব বয়সের মানুষ বলছে এবার তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। বিরোধী প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করব ইনশা আল্লাহ।
মাওলানা আমির হামজা আরও বলেন, সামনে গণভোট এবং পিআর পদ্ধতি কার্যকর হয়ে যাবে। গণভোট এবং পিআর পদ্ধতি ছাড়া এ দেশে নির্বাচন হবে না। হলেও এ দেশের মানুষ তা মেনে নেবে না। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সবাইকে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যাদের আগামী সংসদ নির্বাচনের জন্য নমিনেশন দিয়েছে তাদের চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা এ দেশে আর কারও নেই।
পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালক মো. ওসমান গনির সঞ্চালনায় নির্বাচনি সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্বাস আলি, সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া