ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু, খতিয়ে দেখার দাবি স্বজনদের
সুপ্রিম কোর্টের ল রিপোর্টাস ফোরামের সদস্য ও ফরিদপুর জেলার এজিপি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফরিদপুর শহরের কাছে বদরপুর (মন্ত্রীর বাড়ির কাছে) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোসাদ্দেক বশির ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ছিলেন। কানাইপুর গিয়েছিলেন জামায়াতের একটি অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে ফেরার পথে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে সরকারি এই আইন কর্মকর্তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। মোসাদ্দেক বশির মারা গেলেও তার সঙ্গে থাকা আইনজীবী মজিবর পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
নিহতের স্বজনরা জানান, আহমেদ বশির অল্প দিনেই অনেক জনপ্রিয় আইনজীবী হয়ে উঠেন। তার জনপ্রিয়তা অনেকেই ভালোভাবে নিতে পারেননি। যা তিনি প্রায়ই স্বজনদের বলতেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক জানান, তার সামনে মোটরসাইকেলটি চলছিল। তার পেছনে থাকা একটি ট্রাক হঠাৎ অটোকে ওভারটেক করে মোটরসাইকেলটিকে পেছন থেকে আঘাত করে চলে যায়। এতে করে মোটরসাইকেলের পেছনে বসা মোসাদ্দেক বশির ট্রাকে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তিনি দুজনকে উদ্ধার করে ফরিদপুরের ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
মোসাদ্দেক বশিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সমিতির সদস্যরা, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ও স্বজনরা হাসপাতালে ভিড় জমান। বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না কেউই। সবাই বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক