জুয়েলারি দোকানের ৫০০ ভরি স্বর্ণ চুরি, তিন আসামি রিমান্ডে

রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির মামলায় তিন আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে গত ১৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের লালবাগ জোনের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস তিন আসামির প্রত্যেকের তিন দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। এরপরে তাদের আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন– নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায় (৩১)।
মামলার নথি থেকে জানা গেছে, স্বর্ণ চুরির ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি চুরির মামলা করেন।