বিএনপিনেতা মোশাররফ হোসেন খোকন কারাগারে

রাজধানীর লালবাগ থানার গাড়ি পোড়ানোর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন করেন মোশাররফ হোসেন।
এ বিষয়ে আইনজীবী মো. রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম দণ্ডবিধির পৃথক দুই ধারায় বিএনপির ৫০ নেতাকর্মীকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন। এ মামলায় মোশাররফ হোসেন খোকনকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন সিএমএম আদালত। ওই সময় তিনি পলাতক ছিলেন। আজ তিনি আদালতে এসে আত্মসমর্পণ করেছেন। আমরা ওই রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করব।
আইনজীবী রফিকুল আরও বলেন, দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন–সাবেক ওয়ার্ড কমিশনার হাজি আলতাফ, জামালুর রহমান চৌধুরী, শফিউদ্দিন আহমেদ সেন্টু, মো. সাইদুল ইসলাম, জিয়ার আলী তাইয়্যন, সাঈদ হোসেন সোহেল ওরফে ক্যাপ সোহেল, হাজি ফয়সাল, আরমান হোসেন বাদল, মো. জুম্মন, ফয়সাল আহম্মেদ, মো. তাজু, মো. রাসেল, রমজান আলী, মো. জিয়া, মুজিবুর রহমান, পলাশ চেীধুরী, জানে আলম, সজিব আহম্মেদ শিবলু। মামলার বিচার চলাকালে আদালত ২৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।
২০১৩ সালের নভেম্বরে নাশকতার অভিযোগে লালবাগ থানায় মামলাটি করে পুলিশ। তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে লালবাগ থানা পুলিশ।