জয়পুরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ভূমি অফিস চত্বরে এনটিভি অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর এ হামলা হয় বলে জানা গেছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করেছেন এই সাংবাদিক।
মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হয়েছে, সেটি গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার বিচার দাবি করছি।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন বলেন, দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে মনোয়ার হোসেনকে দেখে ইউনিয়নের মেম্বার নুরবানু এবং মেম্বার আনোয়ার হোসেন ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এক পর্যায়ে তারা গালিগালাজ করেন এবং মারধর করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, হামলার কোনো প্রশ্নই আসে না। উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই তিনি হেনস্তার অভিযোগ করেন।

মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)