ঢাকাগামী বাসের ধাক্কায় কালাইয়ে সাইকেল আরোহীর মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলায় ঢাকাগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর মহন্ত পুনট এলাকা থেকে চাল বিক্রি করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ধনেশ্বর মহন্ত কালাই পৌরসভার আওড়া গ্রামের মৃত শ্রী ভবনের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হানিফ পরিবহণের যাত্রীবাহী বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি থানা হেফাজতে নেয়।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)