খোলা পার্কে তরুণদের সঙ্গে আড্ডায় তারেক রহমান-জায়মা
রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন পার্কে এক ব্যতিক্রমী আড্ডায় মেতেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তাঁর এই বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানটি শুরু হয়েছে।
কোনো প্রথাগত মঞ্চ বা গাম্ভীর্যপূর্ণ আনুষ্ঠানিকতা নয়, বরং খোলা আকাশের নিচে বসে বিজয়ী তরুণদের সঙ্গে সরাসরি কথা বলছেন তারেক রহমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে রয়েছেন কন্যা জায়মা রহমান।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই আড্ডায় প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ী সরাসরি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পেয়েছেন।
আলাপচারিতার সময় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা ও প্রত্যাশার কথা মনযোগ দিয়ে শুনছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে তাঁর বিভিন্ন রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিজয়ীদের সঙ্গে শেয়ার করেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে এই প্রাণবন্ত আলোচনা বর্তমান নির্বাচনি আবহে বিশেষ মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও রাষ্ট্র বিনির্মাণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই রিল-মেকিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে আসা অসংখ্য ভিডিওর মধ্য থেকে বিচারকদের রেটিং এবং জনমতের ভিত্তিতে নির্বাচিত সেরাদের নিয়েই আজকের এই বিশেষ সৌজন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক