লক্ষ্মীপুর কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় মামলা দায়েরের পর ১৫ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া, আলা উদ্দিন ও আবুল বাশার ওরফে বাশারকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। ১৬ জানুয়ারি আদালতের মাধ্যমে বাশারকে জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, আবুল বাশার একজন পেশাদার ডাকাত ছিলেন এবং তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, সকালে হাজতি আবুল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর