আদালত চত্বরে জঙ্গি ছিনতাই, তিন আসামি কারাগারে
আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে পুলিশের চোখে স্প্রে করে ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
কারাগারে পাঠনো আসামিরা হলেন- আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। মামলায় আসামির সংখ্যা ২০ জন। এদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। ৬ আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর দুপুর সোয়া ১২ টার দিকে আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মেইন গেটে এলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে নিক্ষেপ করে দুই আসামি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রাতেই ২০ জনকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আদালতসূত্রে জানা গেছে, কারাগারে পাঠানো তিন আসামি কোতায়ালী থানার অন্য একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক ছিলেন। সে সময় এই মামলার ধার্য তারিখ ছিলো। কিন্তু আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় তাদের জামিন বাতিল করা হয়। এরপরে তাদের এই মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত প্রতিবেদক