বিদেশি সাইটে অশ্লীল ভিডিও দেওয়া সেই দম্পতি রিমান্ডে

বিদেশি সাইটে অশ্লীল ভিডিও আপলোডের অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় করা মামলায় আলোচিত দম্পতি আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়ের রানা আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ অক্টোবর রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন হাজীপাড়ার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে আসামিরা বান্দরবানে গিয়ে একটি বাসা ভাড়া নেন এবং তারা ফলের ব্যবসা করবেন বলে জানান। তবে এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। প্রয়োজন ছাড়া তারা বাসা থেকে বেরও হতেন না।