এনটিভিতে শুরু হচ্ছে ‘মক্তব অলিম্পিয়াড’
পবিত্র মাহে রমজানে প্রথমবারের মতো দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হচ্ছে শো আদ-দাওয়া ইলাল্লাহ আয়োজিত শিশুদের ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ রিয়েলিটি ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’ প্রতিযোগিতা। দেশের প্রায় ৭০০-এর মক্তবের ৬ থেকে ১২ বছরের শিশু ও কিশোরেরা এই ইসলামিক জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রজাপতি কমিউনিকেশনের আয়োজনে এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এনটিভি। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এনটিভির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজনটির সম্পর্কে বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ বলেন, বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামি’আহ আস-সালাফিয়্যাহর অঙ্গ-প্রতিষ্ঠান আদ-দাওয়াহ ইলাল্লহর পরিচালনায় দেশের ৭০০ মসজিদে মক্তব পরিচালিত হয়ে আসছে। মানুষ এক সময় মক্তবে লেখাপড়া করে ইসলামের আদর্শ, আকিদা বুঝতো। বর্তমানে সেই মক্তব একেবারে বিলুপ্ত হতে চলেছে। এর কারণে মানুষ কোরআন শিক্ষা, ইসলামের আকিদা ও আদর্শ শিক্ষা ভুলতে চলেছে। এজন্য ইসলামের আকিদার প্রচারের সুবাদে এটির নাম দিয়েছি ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’। এর মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে কোনো মূল্যে মক্তব চালু করব, ইনশাআল্লাহ। আগে মক্তবে যেসব দুর্বলতা ছিল সেগুলো আমরা সংশোধন করব। এনটিভির মাধ্যমে রমজান মাসব্যাপী এই পদক্ষেপের অংশ হিসেবে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই পদক্ষেপকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, যখন ছোট ছিলাম আমরা অনেকে মক্তবে পড়াশোনা করেছি। আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন মক্তবে গিয়ে তাদের ভিত্তিটা ইসলামিকভাবে গড়ে তোলে। আমাদের আয়োজকরা এই উদ্যোগ নিয়েছেন। এনটিভিতে আমরা এই অনুষ্ঠানের প্রথম সিজন শুরু করতে যাচ্ছি। আশা করি এই ধারাবাহিকতায় পরবর্তী সিজনগুলোও অব্যাহত রাখব। আমরা চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে ছোট ছোট বাচ্চাদের মাঝে ইসলামি চিন্তা-ভাবনা এবং শিক্ষার ভিত্তি ইসলামিকভাবে গড়ে উঠুক।
মাসিক আল ইতিছামের প্রধান সম্পাদক আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক বলেন, আপনার অবগত আছেন আদ-দাওয়াহ ইলাল্লহ প্রথম থেকে সারা দেশে ৭০০ এর কাছাকাছি মক্তব পরিচালনা করছে। আমরা গত বছর আন্তঃমক্তব জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আর এ বছর এনটিভির সহযোগিতায় বড় পরিসরে ‘মক্তব অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হবে।
ইসলামিক স্কলার ও বিশিষ্ট উপস্থাপক খালিদ সাইফুল্লাহ বকসী বলেন, মক্তব অলিম্পিয়াড প্রতিযোগিতায় ৬-১২ বছর বয়সী ছাত্ররা অংশগ্রহণ করতে আসছে। মূলত স্কুল যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে তারা এখানে আসছে। কিন্তু তারা যে লেখাপড়াটা শিখে এখানে আসছে তারা জ্ঞানের যে লড়াইটা করবে সে লড়াইয়ের বিষয়বস্তু থাকছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইসলাম। আশা করি এই অনুষ্ঠানটি শুধুমাত্র সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনার মতো হবে না বরং এটি ছাপিয়ে ইসলামিক জ্ঞান নিয়ে শিশুরা চমৎকারভাবে বলবে। আমরাও অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করতে পারব এবং নতুন অনেক কিছু শিখতে পারব।
আসন্ন রমজান মাসজুড়ে এনটিভিতে বিকেল ৩টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এরই মধ্যে প্রজাপতি কমিউনিকেশন দেশের মক্তবগুলোতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে টেলিভিশন রাউন্ডের জন্য ২৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত করেছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার ইসলাম।
সংবাদ সম্মলেনে আরও উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন।
প্রজাপতি কমিউনিকেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রউফ ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক