খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে দলের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজধানীর নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা-কর্মীরা। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন খালেদা জিয়া। কারাগারে থাকার সময় থেকেই তার রোগের সূত্রপাত, পরবর্তীতে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি আজ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
মির্জা ফখরুল আরও জানান, কাতার প্রেরিত এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে রোববার তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে খালেদা জিয়া বিমান ভ্রমণের উপযুক্ত কিনা—চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।
দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়—মন্দির, গির্জা ও প্যাগোডায়ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে একটি চিঠি জারি করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়। ইসলামী ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনাও পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক