ইভ্যালির চেয়ারম্যান-সিইওসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/19/evaly.jpg)
এবার ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনসহ কয়েক জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে মামলাটি করেন কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ী।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘কামরুল ইসলাম একজন ব্যবসায়ী। তিনি ইভ্যালির কাছে ৩৫ লাখ টাকার পণ্য সরবরাহ করলেও, প্রতিষ্ঠানটি তাঁকে টাকা পরিশোধ করেনি।’
ওসি জানান, কামরুল ইসলাম ইভ্যালির সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনসহ মোট সাত থেকে আট জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। তিনি মামলার এজাহারে দাবি করেছেন, ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে মোট ৩৫ লাখ টাকার পণ্য বুঝিয়ে দেওয়া হলেও, প্রতিষ্ঠানটি তাঁকে টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলাম একজন মোবাইল ব্যবসায়ী। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ, প্রতারণা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা করা হয়। এর কয়েক ঘণ্টা পর র্যাব তাঁদের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায়। সেখান থেকে ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর গত শুক্রবার তাঁদের দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।