ঈদযাত্রা : সাভার-আশুলিয়ায় সড়ক ও মহাসড়কে তীব্র যানজট
ঈদকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় সড়ক-মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থেকে চরম দুর্ভোগের মুখে পড়েছেন ঈদে ঘরমুখো বাসযাত্রীরা।
সাভার ও আশুলিয়ায় চার লেনে সড়ক সম্প্রসারণ, সড়কের মাঝখানে কংক্রিটের ঢালাই দিয়ে বিভাজক তৈরি ও সংস্কারের কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৃষ্ট হয় তীব্র যানজটের।
কোথাও আবার থেমে থেমে চলছে যানবাহন। কোথাও দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক।
পথচারীসহ ঈদ কেনাকাটা করতে বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী যাত্রীরাও পড়েছেন বিপাকে।
সাভার ও আশুলিয়ায় সব গার্মেন্টস ছুটি হওয়ায় শ্রমিকেরা বাড়ি যাওয়ার জন্য মহাসড়কে নেমে আসায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঈদের আগে বিভিন্ন বিপণিবিতানের সামনে হকারেরা জায়গা করে নেওয়ায় সড়ক সংকুচিত হয় ভোগান্তি হয়ে উঠেছে অসহনীয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।
আশুলিয়ার বাইপাইলে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু পারভেজ জানান, গত দুই বছর করোনার কারণে বাড়ি ফেরায় বিধিনিষেধ না থাকায় এবার অনেক মানুষ আগাম বাড়ির পথ ধরেছেন। সে কারণে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপও রয়েছে।
তবে, পরিস্থিতি সহনীয় রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ট্রাফিক পুলিশের পরিদর্শক খসরু পারভেজ।